1 . সোডিয়াম ভেপার ল্যাম্পের কার্যপদ্ধতি: সোডিয়াম ভেপার ল্যাম্প হলো একটি গ্যাস নির্ভর ডিসচার্জ ল্যাম্প, যা সোডিয়াম গ্যাস থেকে আলো উৎপন্ন করে। এটি সাধারণত রাস্তার আলো ও বহিরাঙ্গন এলাকায় ব্যবহৃত হয়। কার্যপদ্ধতি ধাপক্রমে: স্টার্টিং: – ল্যাম্পে প্রাথমিকভাবে ছোট পরিমাণে নীয়ন বা আর্জন গ্যাস থাকে। – ল্যাম্প চালু করলে এই গ্যাসে বিদ্যুৎ প্রবাহিত হয়ে একটি হালকা লাল-কমলা আলো উৎপন্ন করে। তাপমাত্রা বৃদ্ধি: – এই আলো ও তাপের কারণে ল্যাম্পের ভিতরে থাকা সোডিয়াম ধীরে ধীরে বাষ্পে পরিণত হয়। সোডিয়াম বিকিরণ: – সোডিয়াম সম্পূর্ণভাবে বাষ্প হয়ে গেলে এটি উচ্চ উজ্জ্বলতার হলুদ আলো নির্গত করে। – এই হলুদ আলোই সোডিয়াম ভেপার ল্যাম্পের প্রধান আলোর উৎস। সম্পূর্ণ আলো উত্পন্ন: – ল্যাম্প পূর্ণ উজ্জ্বলতা পেতে সাধারণত কয়েক মিনিট সময় নেয়। উপসংহার: সোডিয়াম ভেপার ল্যাম্পে প্রাথমিক গ্যাস আলো জ্বালানোর কাজ করে, এরপর সোডিয়াম বাষ্পে পরিণত হয়ে উজ্জ্বল হলুদ আলো দেয়। এটি দীর্ঘস্থায়ী ও বিদ্যুৎ সাশ্রয়ী।

  • Attach answer script
View Answer Discuss in Forum Workspace Report

প্রিমিয়াম প্ল্যান: ১ মাস
99 ৳
৩০ দিনের জন্য সকল লাইভ এবং আর্কাইভ মডেল টেস্ট, প্রশ্ন ব্যাংক ও লেকচার শিট সহ অ্যাপ এর প্রিমিয়াম সব এক্সেস পাবেন।